বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর – ২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় শাহদাব আকবর লাবু চৌধুরীকে ফরিদপুরের সালথায় গণ- সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকালে সরকারি সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল এক গণ- সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ মাতুব্বরের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খান, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃ বৃন্দ।
শাহদাব আকবর লাবু চৌধুরী দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে উপ- নির্বাচনে সংসদ সদস্য সিহেবে নির্বাচিত হোন।
শাহদাব আকবর লাবু চৌধুরী বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়ামের সদস্য, সংসদ উপনেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
শনিবার গণ- সংবর্ধনা উপলক্ষে দুপুর থেকে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিলসহকারে সংবর্ধণা স্থলে সমবেত হতে থাকে। এসময় সংবর্ধণা স্থল জনসমুদ্রে পরিনত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী মনির খান গান পরিবেশন করেন।
You cannot copy content of this page
Leave a Reply