আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল বলেছেন, আমরা চাকরির সুবাদে এখানে এসেছি, আপনারা কিন্তু এখানে বসবাস করছেন। সুতরাং কে মাদকের সাথে জড়িত, কে জুয়ার সাথে জড়িত তা আপনারাই আমাদের চেয়ে ভালো জানেন। কাজেই পুলিশ এবং জনতা একসাথে কাজ না করলে অপরাধ দমন করা সম্ভব না। শতভাগ অপরাধ নির্মূল করতে না পারলেও আমরা এটা মিনিমাইজ করতে পারি। আপনারা তথ্য দিয়ে, অপরাধের প্রতিবাদ করে সহযোগিতা করতে পারেন। আপনাদের যার যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়েই অপরাধ দমনে ভূমিকা রাখবেন।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ১১ টায় সালথা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ তে থানার হল রুমে এইসব কথা বলেন তিনি। সালথার মানুষ নিয়ে একটি নেগেটিভ প্রচার করা হয়েছে। আপনারা কিন্তু চুরি, ডাকাতি বা অন্য কোন অপরাধের সাথে তেমন জড়িত না। আপনারা নিজেরা নিজেরা মারামারি করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা মারামারি বন্ধ করতে পারছেন না, এটা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে এটা চরম ব্যর্থতা। আপনারা নিজেরা সচেতন না হলে ওসি সাহেব মারামারি ঠেকাতে পারবে না। তাই আপনারা এসব বন্ধ করুন। তথ্য দিয়ে অপরাধ দমনে পুলিশ কে সহোযোগিতা করুন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, এসআই মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন এসআই প্রশান্ত কুমার।
এসময় পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিং এর সদস্য, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ পুলিশের কাছে এলাকার মাদক ও জুয়া নিয়ন্ত্রণ করার দাবী জানান। উপস্থিত সকলে থানা এলাকার অপরাধ দমনে পুলিশকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
You cannot copy content of this page
Leave a Reply