আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের পাশের নির্বাচনী এলাকা ভাঙ্গার জনগণ তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে আছে, অবশ্যই এটার সমাধান বের হবে। তাদের সাথে ফ্যাসিবাদের দোসররা ঢুকে গেছে। শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে তারা বিভিন্ন স্থাপনায় লঙ্কাকাণ্ড চালিয়েছে। তারা প্রশাসনের গাড়ি সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে, এগুলো সাধারণ মানুষের কাজ না। ভাঙ্গার মানুষ যখন মাঠে ছিলো তখন এসব ঘটনা ঘটে নাই। আমি তাদের আল্লাহর উপর ভরশা রেখে ধৈর্য ধরতে বলছি। নির্বাচন কমিশন ও অন্তবর্তীকালিন সরকার এটার সুষ্ঠু সমাধান দিবেন।
শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় উপজেলা সদরের বাইপাস সড়কে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মী সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল সালথা উপজেলা শাখা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে, বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে উপস্থিত হয়।
শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছরে কেউ বাড়িতে থাকতে পারে নাই। অনেকেই মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করেছে। বাড়িতে না পেলে তাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়েছে। আরও অনেক কিছু আমরা দেখেছি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমাদের কে শিখানো হয়েছে অন্য ধর্মের যারা আমাদের ভাইয়েরা আছে বোনেরা আছে মুরুব্বিরা আছে তাদেরকেও আমরা সমপরিমাণের শ্রদ্ধা করি। তাদেরকে আমরা সমপরিমাণে ভাই মনে করি বোন মনে করি। সুতরাং আমরা সালথা উপজেলায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলমত নির্বিশেষে আমাদের কে একটি ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নির্বাচনগামী নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন। এই নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি সেটাই আমাদের আগামী দিনের সম্পর্ক হওয়া উচিত প্রতিজ্ঞা হওয়া উচিত।
আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় যারা আছেন তাদেরকে বিভিন্ন ইউনিয়নে ঐক্যবদ্ধ করবেন। এবং বিভিন্ন ইউনিয়নে ওলামা দলে পতাকা তলে শক্তিশালী একটি সংগঠন করবেন।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্ব ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন, নগরকান্দা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ্, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আব্দুল্লাহ্ মোঃ রেজাউল হক, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা ইমদাদুল হক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ। এছাড়াও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply