আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও ফাজিল ১বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত সকল অতিথিকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. তারিকুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন, আইনপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল হাসান, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিক হোসেন, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ হাবিবুল্লাহ প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও ইসলামিক শিক্ষা গ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।
সালথা ফরিদপুর
You cannot copy content of this page
Leave a Reply