আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি কানাইপুর আঞ্চলিক সড়কের জয়কাইল দিঘিচালা সড়ক মেরামত ও জয়কাইল দিঘিচালা থেকে জয়কাইল মাদ্রাসা পর্যন্ত স্থানীয় সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়কাইল দিঘিচালায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনেবক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারিকুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম সুফি, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আটঘর ইউনিয়ন জামায়াতের সাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, আটঘর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোজাম সরদার সাধারণ সম্পাদক জাকির মাতুব্বর প্রমুখ। এছাড়াও স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আটঘর ইউনিয়নের নকুলহাটি কানাইপুর আঞ্চলিক সড়কটি প্রতিদিন হাজার হাজার পথচারী ব্যবহার করেন। প্রতিদিন শতশত গাড়ি এ সড়কে চলাচল করে। জয়কাইল দিঘিচালায় বৃষ্টিতে রাস্তার প্রায় অর্ধেক ভেঙে পুকুরে চলে গেছে। দ্রুত এই রাস্তা মেরামত না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এই রাস্তার মেরামত চাই।
বক্তারা আরও বলেন, জয়কাইল দিঘিচালা থেকে জয়কাইল মাদ্রাসা পর্যন্ত স্থানীয় সড়কটি অনেকদিন আগে ইটের সলিং করা হয়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যায়, বর্তমানে তাদের খুব কষ্ট হচ্ছে। কেউ মারা গেলে লাশ নিয়ে আমাদের গোরস্তানে যেতে কষ্ট হয়। আমরা এই সড়কটি পাকাকরণের দাবি জানাই।
You cannot copy content of this page
Leave a Reply