আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দলমত নির্বিশেষে সকল জনগণ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এই জন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি। তাদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেই সব ছাত্র-জনতা ও শিশুদের স্বরণ করছি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
শামা ওবায়েদ আরও বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন দিন যেন আগামীতে আমাদের দেখতে না হয়। শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করা হবে। সেই সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা বাবুল আহমেদ, নজরুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ। এছাড়াও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply