আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় “২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ভাবনা ও ফরিদপুর-২ আসনে ফরহাদ মিয়ার নির্বাচনী প্রচার-প্রচারণা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৩ আগস্ট) বিকেলে তাদের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ব্যানারে একটি নাম কে কেন্দ্র করে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির মঞ্চ ত্যাগ করেন, তিনি ফিরে এসে অনুষ্ঠানের মাঝে বক্তব্য দিতে চাইলে হট্টগোল শুরু হয়। এসময় ফারুক ফকিরের কয়েকজন কর্মী সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নেতা কর্মীরা চেয়ার ছুড়ে মারেন। এরপর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খানের হস্তক্ষেপে সভা পুনরায় শুরু হয়। কেন্দ্রীয় সদস্যের সামনে হট্টগোলের ঘটনার উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির নেতা কর্মীদের সমালোচনার মুখে পড়েন।
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুনার রশিদ, সালথা উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেদায়েত হোসেন, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো: তুহিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ শেখ, বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মতিউর রহমান মুন্না, নগরকান্দা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. ফরহাদ মোল্লা, সালথা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক তামিম হোসেন, অর্থ সম্পাদক সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, গট্টি ইউনিয়ন গনঅধিকার পরিষদদের সদস্য সচিব সুমন শেখ, মাঝারদিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন হোসেন।এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান বলেন, আমাদের দল কানা নয়, দলের নিয়ম রক্ষার্থে আমরা কঠোর অবস্থানে যাবো। যারা খারাপ মন মানসিকতা নিয়ে চলে, তাদের দিয়ে গণ অধিকার পরিষদ কখনো শানিত হবে না। আমাদের মুল উদ্দেশ্য হচ্ছে, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ভোট ও ভাতের ব্যবস্থা করা। দেশের সার্থ বাস্তবায়নে গণ অধিকার পরিষদ কাজ করে, কোন ব্যাক্তির সার্থে নয়। আমাদের ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। গণ অধিকার পরিষদ ত্যাগীদের মুল্যায়ন করে। সামনে নির্বাচন আপনারা সকলেই মিলে মিশে কাজ করুন।
তিনি আরও বলেন, ২৪ শের গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন করতে হবে। পাঠ্য পুস্তকে অভ্যুত্থানে নিহত, গুম এবং আহদের অবদান উল্লেখ করতে হবে। জুলাই ফাউন্ডেশনের সামনে আহতরা ঘুরে বেড়ায় তারা চিকিৎসা পায় না। আমরা বলেছি জুলাই আন্দোলনে আহতদের জন্য আলাদা একটি দপ্তর গঠন করতে হবে। যারা শুধুমাত্র জুলাই আন্দোলনে নিহত ও আহত এবং তাদের পরিবার নিয়ে কাজ করবে।
You cannot copy content of this page
Leave a Reply