1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপুর্তিতে সালথায় জামায়াতের গণ মিছিল

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে ফরিদপুরের সালথায় গণ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে সদর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস সড়কে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারী অধ্যাপক মিজানুর রহমান, জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য মোঃ জাহাঙ্গীর হুসাইন, উপজেলা জাময়াতের নায়েবে আমীর মোঃ আজিজুর রহমান মজনু, সেক্রেটারী তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী (নসরু মিয়া)  প্রমূখ। এছাড়াও জামায়াত ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল ফজল মুরাদ বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর কিন্ত আমরা এই ৫৪ বছরে আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি, এই ৫৪ বছরে আমরা ধর্মীয় স্বাধীনতা পাইনি, এই ৫৪ বছরে আমরা প্রকৃত স্বাধীন হতে পরিনি। আমরা যদি প্রকৃত স্বাধীনতা পেতে চাই, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, এদেশের হিন্দু বৌদ্য খিৃষ্টান মুসলিম সহ যতশ্রেনী পেশার মানুষ আছে সকল মানুষ যদি তাদের ধর্মীয় স্বাধীনতা, ব্যবসায়ীক স্বাধীনতা, সকল প্রকার স্বাধীনতা পেতে চাই তাহলে আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, এদেশের ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত। সকলকে কাজের ব্যবস্থা করা হবে, কোন মানুষ বেকার থাকবে না, শিক্ষা ব্যবস্থা সরকারি করা হবে, চিকিৎসা ব্যবস্থা সরকারি করা হবে। আমরা এদেশে  অনেক শাসন দেখেছি বর্তমানে দেশের ৮০% মানুষ ইসলামের পক্ষে রায় দিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page