আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার ১১ নং গট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সামসুন্নাহার অবসর জনিত কারনে প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছেন। এ উপলক্ষে উপজেলার গট্টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের আয়োজনে রবিবার (৩১ আগষ্ট) বিকেলে গট্টি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় বেলায় কান্নায় ভেঙ্গে পড়েন সামসুন্নাহার। এসময় তার সহকর্মী, শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকগণও কান্নাকাটি করেন। বিদায় বেলায় ছুটে আসেন অনেকেই।
মোসাঃ সামসুন্নাহার ১৯৬৬ সালের ১লা সেপ্টেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামী মরহুম আতিয়ার রহমান (কবির) মিয়া একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও কবির মিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সামসুন্নাহার ১৯৯৩ সালে শিক্ষকতা শুরু করেন এবং ২০০০ সালের ২০ শে আগষ্ট গট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে অদ্যবদি শিক্ষকতা শেষ করেন। মোসাঃ সামসুন্নাহার শিক্ষক হিসেবে ছিলেন অনেকের আদর্শ এবং মা হিসেবে ছিলেন রত্নগর্ভা। তার বড় মেয়ে পাবনার বেড়া উপজেলার উপজেলা কৃষি অফিসার নুসরাত কবির এবং ছোট মেয়ে নিশাত কবির বিএসসি ইঞ্জিনিয়ার, বর্তমানে স্বামীর সাথে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন।
জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবীবুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক মোসাঃ সামসুন্নাহার, গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সোবহান, কানাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা সৈয়দ মনির হোসেন, স্বুপদিয়া বড়দিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফিন মিয়া, ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, শিক্ষক নেতা শাহেবুল ইসলাম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন।
শিক্ষক নেতা শাহেবুল ইসলাম বলেন, শামসুন্নাহার আপা আমাদের আদর্শ। তার বিদায় বেলায় ছুটে এসেছি। আমরা তার ভালো গুন গুলো চর্চা করবো। উপজেলায় কোন শিক্ষককে এভাবে বিদায় জানানো হয় না। আমরা এই ঐতিহ্য ধরে রাখবো। তাছাড়া শিক্ষকদের যেকোন বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই শিক্ষক নেতা।
এর আগে শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভুমিকা তুলে ধরেন এবং মোসাঃ সামসুন্নাহার কে একজন আদর্শ শিক্ষক হিসেবে সামনে নিয়ে আসেন। বিদায় বেলায় সামসুন্নাহার কে তার সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেক কাটেন এবং একটি প্রাইভেটকারে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন।
You cannot copy content of this page
Leave a Reply