আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা শুক্রবার দিবাগত গভীর রাতে চরাঞ্চলের দুস্থ পরিবারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন। ওই রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গাজীরটেক ও চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা পারের ৫০টি দুস্থ পরিবার ঘুরে তিনি ৫০পিচ কম্বল বিতরন করেন। এসব কম্বল বিতরনকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও অফিস সহকারী বাবুল বিশ্বাস প্রমূখ। দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক শীতার্ত পরিবারের জন্য এসব কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা যায়, ওই রাতে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ভাঙন কবলিত পদ্মা পার এলাকার ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রাম, আরজখার ডাঙ্গী গ্রাম ও গাজীরটেক ইউনিয়নের খালপাড় ডাঙ্গী গ্রাম, চরসুলতানপুর গ্রামসহ গোলাপবাগ স্কুল এলাকা ঘুরে ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও। এরমধ্যে গ্রামঞ্চলের রিক্সা চালক, দুস্থ শিশু ও প্রতিবন্ধীরাও রয়েছে। ওই রাতে প্রতিজনকে ১টি করে ৫০জন দুস্থ ও শীতার্তর মাঝে মোট ৫০পিচ কম্বল বিতরন করেন তিনি। এ নিয়ে চলতি শীত মৌসুমে উপজেলা প্রশাসন মোট ২ হাজার ৪৫২ পিচ কম্বল বিতরন করেছেন বলে জানিয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply