1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

চরভদ্রাসনে জমি সংক্রান্তের জের ধরে ফসলী মাঠেই কুপিয়ে হত্যা

  • বর্তমান সময়: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে জমি সংক্রান্তের জের ধরে ফসলী মাঠেই কুপিয়ে হত্যা
চরভদ্রাসনে জমি সংক্রান্তের জের ধরে ফসলী মাঠেই কুপিয়ে হত্যা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর অপর পারের সার্ভিস ঘাটার পাশে ফসলী মাঠের মধ্যে বুধবার সকাল ১১ টায় পশ্চিম শালেপুর গ্রামের মৃত আঃ বারেক মোল্যার ছেলে আঃ ওহাব মোল্যা (৪২)কে প্রতিপক্ষরা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে এবং আরেক ভাই ইমারত হোসেন মোল্যা (৩৫) কে গুরুতর জখম করে উঁধাও হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার দিন সকালে ক্ষতিগ্রস্থ দুই ভাই মাঠে সরিষা ফসল কাটতে গেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে প্রতিপক্ষ একই ইউনিয়নের মধ্য চরশালেপুর গ্রামের আঃ খালেক মোল্যার তিন ছেলে আইয়ুব আলী মোল্যা (৪৫) বক্কার মোল্যা (৪০) ও মাসুদ মোল্যা (৩৪) পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল নিয়ে এলোপাথারী কুপিয়ে বড় ভাই আঃ ওহাব মোল্যার মৃত্যু নিশ্চিত করে এবং আরেক ভাই ইমারত হেসেন মোল্যার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করার পর পালিয়ে যায়।

এ হত্যাকান্ডের পর ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন এবং আহত আরেক ভাই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে নিহতের ভাই সেন্টু মোল্যা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিপক্ষরা একই বংশের সম্পর্কে চাচাতো ভাই।

ফসলী মাঠের জমিজমার আইল নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ ছিল। ঘটনার দিন সকালে ক্ষতিগ্রস্থ দুই ভাই মাঠের পাকা সরিসা কাটতে যায়। আর প্রতিপক্ষ চাচাতো তিন ভাই পূর্ব পরিকল্পিতভাবে একই মটর সাইকেল যোগে ফসলী মাঠে ঢুকেই চাইনজ কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে এক ভাইকে জায়গায় হত্যা করে এবং আরেক ভাইকে গুরুতর জখম করে রেখে হত্যাকারীরা দ্রæত উধাঁও হয়। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল জানান, “ হত্যাকারীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page