নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় মেহেদী হাসান দিদার (৪২) নামের এক সন্ত্রাসী। কৌশলে ওই তরুণী ৯৯৯-এ ফোন দিলে অভিযান চালিয়ে সন্ত্রাসী দিদারকে গ্রেপ্তার করে পুলিশ। সে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার বিকাল ৩ টার দিকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এক তরুনী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এক তরুনের সাথে। বিয়ের প্রলোভনে তার সাথে বেশ কয়েক বছর অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এই তরুনী তার প্রেমিককে বার বার বিয়ের প্রস্তাব দিলেও আজকাল করে সে এড়িয়ে যায়। এক পর্যায় সে কোতয়ালী থানা পুলিশের দারস্থ হয়ে ন্যায় বিচার প্রত্যাশা করে। পুলিশ তদন্তে নেমে আইনগত প্রক্রিয়ার স্বার্থে তার শরীরের মেডিকেল পরীক্ষা করার জন্য মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সূত্র সেখান থেকেই এই সন্ত্রাসী দিদারের সঙ্গে তার হাসপাতাল অভ্যন্তরে আংশিক পরিচয় হয়। তার সূত্র ধরে দিদার মাঝ রাতে তরুনীর বাড়ী গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাকে শ্লীতা হানির চেষ্টা করে এবং জোর করে অস্ত্রের মুখে তাকে বিয়ে করতে হবে এমন মর্মে তাকে জিম্মি করে। তরুনীটি এক পর্যায়ে অসুস্থতার ভান করে সে সেখান থেকে দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে ৯৯৯-এ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে । অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এস আই ফাহিম ফয়সাল তরফদার বলেন, দিদারের বিরুদ্ধে কোতয়ালী থানায় এর আগে ৯টি মামলা রেকর্ডভূক্ত আছে,আমরা তাকে খুজছিলাম। এই ঘটনায় তরুনীর অভিযোগের প্রেক্ষিতে মামলা এজাহার প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে বিদেশী পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করবে।
You cannot copy content of this page
Leave a Reply