স্টাফ রিপোর্টার : এ্যাড: পারভীন আক্তার খান মেরী রচিত ‘জীবনের বাঁকে বাঁকে ও ব্যাঙের মেয়ের বিয়ে’ দুটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর ফরিদপুর জেলা কমিটির আয়োজনে আজ শনিবার বিকালে শহরের টেপাখোলা কোহিনুর পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাহিত্য জগতে মেরির দীর্ঘ কর্মময় জীবনী ও ফরিদপুর খেলা ঘরের সাথে তার সম্পৃক্ততাসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। এ সময় তার রচিত ‘জীবনের বাঁকে বাঁকে ও ব্যাঙের মেয়ের বিয়ে’ বিষয়ক দুটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়।
একই সাথে প্রকাশনা উৎসব সফল করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ সময় খেলাঘর ফরিদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply