ফরিদপুর প্রতিনিধিঃ
“অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে মধুখালী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এস এম নুরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত আলোচনায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার বলেন, “আমার পুলিশ বাহিনীর কেউ যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানান, আমি যথাযথ ব্যবস্থা নেব।”
এছাড়া, সভায় এলাকাবাসী ডুমাইন ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
You cannot copy content of this page
Leave a Reply