নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল এর নেতৃত্বে আজ বুধবার বিকেলে ফরিদপুর পুরাতন পাসপোর্ট অফিসের মোড় থেকে বিশাল এক বর্ণাঢ্য রেলি ফরিদপুর সিভিল সার্জেন অফিসের সামনে এসে ফরিদপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে মূল সভাস্থলে যোগদান করে ।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপি’র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কায়ুইম জঙ্গী প্রমূখ।
অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতা কর্মির বর্ণাঢ্য শোভাযাত্রা সিভিল সার্জেন অফিসের সামনে থেকে ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড় হয়ে গোলপুকুর ডিম মার্কেটের সামনে এসে শেষ হয় ।
You cannot copy content of this page
Leave a Reply