শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি , শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর পৌরসভার প্রশাসক
চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর , সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, ভাই ভাই পূজা মন্দিরের সভাপতি মনোজ কুমার সাহা, শহুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ১৭ ১৮- ও ১৯ নম্বর কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু। এ সময় বক্তারা বলেন ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। আর তাই আমরা আবহমান কাল ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি। এ ধারা অব্যাহত রাখতে হবে।
বক্তারা বলেনফরিদপুর পৌরসভা বিগত দিনের মত এ বছরও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সহায়তা প্রদান করছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। দুর্গাপূজায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এছাড়া প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। আইন সবার জন্য সমান। আর তাই কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিব। অনুষ্ঠানে পূজা বিসর্জন ঘাটে ওয়াচিং টাওয়ার নির্মাণের দাবি জানানো হয়। উল্লেখ করা যেতে পারে এ বছর ফরিদপুর পৌরসভায় মোট ৯৮ টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রত্যেক মন্দিরের কর্মকর্তাদের কাছে ২৫ টি শাড়ি এবং ৫০০০ টাকা প্রদান করা হয় এ সময় বিভিন্ন মন্দিরের কর্মকর্তা বৃন্দ এবং ফরিদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply