ফরিদপুর জেলা প্রতিনিধি : শহীদ সুফি নাট্যচক্রের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহীদ সুফি নাট্যচক্রের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় । বিকেলে শহরের অম্বিকা ময়দানে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত হবে। এর আগে সংগঠনের সভাপতি শামসুল বারী শানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল চন্দন রেজা অনুষ্ঠানের বক্তব্য রাখেন শহীদ সুফি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আওলাদ হোসেন বাবর, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডিউবি শিকদার, অর্থ সম্পাদক ও মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক, সদস্য রুমন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। এতে সংগঠনের নিজস্ব শিল্পীরা অংশগ্রহণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply