মানিক দাস,ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার উভয় বিভাগের প্রতিযোগিতার ফাইনাল খেলা ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । এতে বঙ্গবন্ধু ইভেন্ট ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে । অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির।
খেলা শেষে প্রতিযোগিতা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply