মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম ও সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রবিবার বিকেলে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় ২৫ নং ওয়ার্ড একাদশ ১ নং ওয়ার্ড একাদশ কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পেনাল্টি থেকে জয় সূচক গোলটি করে রাব্বি। অন্যদিকে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলায় মোকাবেলা করে ২৭ নং ওয়ার্ড ওর ১৪ নম্বর ওয়ার্ড এই খেলাটি গোলশূন্য ড্র হয়। এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ১৪ নং ওয়ার্ডের গোলরক্ষক মেহেদী। দিনের শেষ খেলায় ২১ নং ওয়ার্ড ৬-২ গোলের বড় ব্যবধানে ২০ নং ওয়ার্ড কে পরাজিত করে প্রথমার্ধের বিজয়ী দল ৩-০ গোলের ব্যবধানে এগিয়েছিল । বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শান্ত ।
এদিন টুর্নামেন্টের প্রথম খেলায় বিশেষ অতিথি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ঈমান আলি মোল্লা। এ সময় ফরিদপুর পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন
You cannot copy content of this page
Leave a Reply