মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি , ফরিদপুরে আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। গতকাল শুক্রবার এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। গেরদা এ. এফ. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সুপার এলিভেন ভার্সেস কিং অফ গেরদা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক অ.স.ম. আলম (অবসরপ্রাপ্ত) ঢাকা কলেজ, অনুষ্ঠানের বিশিষ্ট সমাজ সেবক উদ্বোধক ছিলেন শাহ আনিস উদ্দিন আহাম্মেদ সমাজসেবক, বিশেষ অতিথি সৈয়দ গোলাম আইয়ুব হারিজ,সভাপতি ১১ নং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ, শাহ মোঃ এমার হক,চেয়ারম্যান ১১ নং গেরদা ইউনিয়ন পরিষদ,সভাপতি টুর্নামেন্ট কমিটি, মোঃ আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ১১ নং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ,হাফিজুর রহমান জনি,সার্বিক সহযোগিতায় হাসিবুর রহমান জ্যামি,সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা । এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খেলায় বিজয়ী দল এর পক্ষে একমাত্র গোলটি করেন জুবায়ের। ১-০ গোলে জয়লাভ করে কিং অফ গেরদা।
খেলাটি পরিচালনা করেন – মোঃ জসিম, মোঃ অনি ও মোঃ সাদেক। ম্যান অফ দ্যা ম্যাচ হন কিং অফ গেরদার গোলরক্ষক রনি।
You cannot copy content of this page
Leave a Reply