নিজস্ব প্রতিবেদক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফরিদপুরে উদ্বোধন হয়েছে বারাকাহ্ বাইকার্স এর রয়েল এনফিল্ড মোটরসাইকেল এর শো রুম। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় শহরের গোয়ালচামটে বারাকাহ্ বাইকার্স বাংলাদেশি পরিবেশক ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড উন্মোচন করেছে। মডেল চারটি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। (বিস্তারিত ভিডিওতে দেখতে নিচে ক্লিক করুন)
মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩.৪ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে। এর মধ্যে হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩.৪ লাখ টাকা থেকে। ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.২৫ লাখ টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪.১০ লাখ টাকা থেকে। হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৭৫ লাখ টাকা থেকে।
দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়। ফরিদপুরের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। প্রথম দিন থেকেই মোটরসাইকেল বুক করতে শো রুমের সামনে ভীর জমিয়েছে অনেকে। তবে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি হবে ভারতের প্রায় দ্বিগুণ দামে।
You cannot copy content of this page
Leave a Reply