নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্র বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২২ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে চুঙ্গীর মোড়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।
আলোচনা সভায় মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দেশকে পাশের দেশ ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। তিনি আরো বলেন, এখন শেখ হাসিনা সহ তার দোসররা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন,তবে এসব ষড়যন্ত্র কোনভাবেই সফল হবে না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার হোসেন জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল, এ সময় ওয়ার্ল্ড বিএনপির সভাপতি আবেদ মাতুব্বর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিদার,শহিদুল ইসলাম মেম্বার, শহিদুল ইসলাম টুটুল, নূরে আলম সিদ্দিকী, শাহরিয়ার হোসেন জুয়েল প্রমূখ। এছাড়াও পাঁচ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply