আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার রামকান্তপুর ইউপির খলিশাডুবি গ্রামে বিএনপি নেতা হাসিবুল হাসান লাবলুর বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অসহায় হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসাল লাবলু। উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ সেলিমুজ্জামান মিয়া, যুবদল নেতা বাদশা বুলবুল বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসাইন, ছাত্রদল নেতা সুমন আহমেদ, ফাহিম মাতুব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply