সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন আহত হয়েছে বলেও জানা যায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামে হামলা ও ভাংচুরের এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মশিউর রহমান মটু মিয়ার ছোট ভাই উপজেলা বিএনপির সদস্য মোঃ লিটন মিয়া বাড়ির পাশে একটি ভিটা জমি তিন বছর আগে ক্রয় করে ভোগ দখল করে আসছে। শুক্রবার সকালে মটু মিয়ার চাচাতো ভাই সেলিম মিয়ার ছেলে শিমুল মিয়া (৪৫) ঐ ভিটা থেকে কিছু ফলদ ও বনজ গাছ বিক্রি করে, গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে মটু মিয়ার পরিবার বাধা দেয়। এতে শিমুল মিয়া ক্ষিপ্ত হয়ে তার দলপক্ষের লোকজন খবর দেয়।
খবর পেয়ে স্থানীয় মৃত মালেক মাতুব্বরের ছেলে ভুট্ট মাতুব্বর শতাধিক লোকজন নিয়ে মটু মিয়ার বাড়িঘরে হামলা করে। হামলায় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। হামলায় লিটন মিয়া (৫০), মিরন মিয়া ( ৪৫), ফিরোজ মিয়া (৫৫) আহত হয়। লিটন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সালথা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে ঐ পরিবারটি নিরাপত্তা হীনতার মধ্যে দিন-যাপন করছে।
অভিযুক্ত শিমুল মিয়া বলেন, ঐ জমি আমি ত্রিশ বছর আগে ক্রয় করেছি। আমি একা ছিলাম, গাছ কাটতে গেলে মটু মিয়ার পরিবারের সদস্যরা আমাকে মারধর করে। আমার মেয়ে সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে গ্রামের মধ্যে গেলে গ্রামের লোকজন এসে আমাকে সেভ করে। একটাই পথ থাকার কারনে বাড়ির ভেতরে আসার সময় ঠেলা ধাক্কা লাগতে পারে আমার জানা নাই। আমি ওখানে পড়ে ছিলাম।
এই বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে। এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply