সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আইএফআইসি ব্যাংক (পিএলসি) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে সালথা সদর বাজারের হারেজ সুপার মার্কেটে অবস্থিত সালথা বাজার উপ-শাখায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের সালথা বাজার উপশাখা অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় সাহার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আশা এনজিও এর সালথা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, ডাচ বাংলা ব্যাংকের উজ্জ্বল বিশ্বাস, কর্মসংস্থান ব্যাংক সালথা শাখার অফিসার সঞ্জয় কুমার ব্রম্মচারী, বিআরডিবি এর হিসার রক্ষণ অফিসার শিশির কুমার ভৌমিক প্রমূখ। এছাড়াও সালথা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন, অত্র শাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার শুভ গোলদার।
দোয়া মাহফিলে দেশ, জাতি এবং আইএফআইসি ব্যাংকের সকল স্টাফ, তাদের পরিবার এবং সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জিন্নাতুল ইসলাম।
You cannot copy content of this page
Leave a Reply