আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গট্টি ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (৯ মার্চ) বাদ আসর বড়লক্ষণদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, বিএনপি নেতা ডাক্তার শাহ্ আলম, ডাক্তার মজনু, যুবদল নেতা কালাম মাতুব্বর, নূর আলম, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী খান প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এরপর নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে ইফতার করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply