সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াত ইসলামীর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার (২৯) নভেম্বর বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়কে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি সরণে এই গণ-সমাবেশে জনতার ঢল নামে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদের সভাপতিত্বে গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর মোঃ আব্দুত তাওয়াব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, বায়তুল মাল সেক্রেটারি ফারুক হোসেন, অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান, নুর ফাউন্ডেশনের প্রিন্সিপাল মুফতি ফজলুর রহমান, জেলা মসলিসে সুরা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুত তাওয়াব বলেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ কে পরিচালিত করা যায় এর জন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আজকে স্বাধীনতার ৫৩ বছর চলে গেল, আমাদের দেশে কোন জাতীয় ঐক্য সৃষ্টি হয় নাই। কোন সরকার জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে নাই। আমি মনে করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশে ৯৫% মসুলমান চালচলন চিন্তাচেতনার উপর ভিত্তি করে এদেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে জামায়াত ইসলামি সেই চিন্তা করে যাচ্ছে । তিনি আরও বলেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখনো যারা আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে শাসনতন্ত্রের ও সচিবালয়সহ সব জায়গায় বসে আছে এই জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে তারা যেন আমাদের ক্ষতি করতে না পারে।
গণ-সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামির শুরা সদস্য মো. সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা মো. সোহরাব হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মো. ওবায়দুল্লাহ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জিএস মো. মাহ্ফুজুর রহমান লিটন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব সিদ্দিকী নসরু মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবু ছায়েম মোল্যা, সালথা বাজারের ব্যবসায়ী মিঞা মো. লিয়াকত হুসাইন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ইসলামি ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত। অনুষ্ঠিত সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক তারিকুল ইসলাম।
You cannot copy content of this page
Leave a Reply