ফরিদপুরে বর্ধিত পৌরসভা থেকে ইউপিতে ফিরতে গ্রামবাসীর মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ
ফরিদপুর জেলা প্রতিনিধি
সিটি কর্পোরেশন গঠনের জন্য পৌরসভার বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত করায় নাগরিক দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে অভিযোগ করে ফের ইউনিয়ন পরিষদে ফিরতে চান কৃষ্ণনগর ইউনিয়নের জনগণ। বুধবার সকালে (২৫ সেপ্টেম্বর) এ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন তারা। শহরের মুজিব সড়ক হয়ে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌছে মানববন্ধন করে। বিক্ষোভে কয়েক শতাধিক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধন শেষে সেখান থেকে আবার মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (বর্তমানে অতিরিক্ত দায়িত্বে) রামানন্দ পাল।
এর আগে মানববন্ধনকালে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুন:বহাল আন্দোলন কমিটির আহবায়ক মোহাম্মদ ফরিদ শেখের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষ্ণনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সরদার মো: আবু তায়েব, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা লুৎফর সরদার, ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাত্তার মাস্টার, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম মাস্টার প্রমুখ।
বক্তাগণ বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার ব্যক্তিগত সুবিধার্থে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ অবলুপ্ত করে পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত করেন। এতে নাগরিক সেবার কোন উন্নয়ন হয়নি বরং কৃষকের উপর খাজনা, কর, পানির বিল চাপিয়ে দেয়া হয়েছে। নাগরিক সনদ সহ যেকোন কাজে তাদের ১৫ থেকে ২০ কিলোমিটার দুরে অবস্থিত পৌরসভা কার্যালয়ে যেতে চরম পোহাতে হচ্ছে। আমরা সাবেক কৃষ্ণনগর ইউনিয়নে ফিরে যেতে চাই।
উল্লেখ্য, ফরিদপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৯ সালে। ২০২০ সালের ১০ ডিসেম্বর বর্ধিত পৌরসভার ২৭ টি ওয়ার্ড নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্ধিত পৌর এলাকার সীমানা বর্তমানে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। ফরিদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৩৮টি মৌজাকে ফরিদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করে ২০১৬ সালের ১০ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়। ২০১৭ সালের ৫ ডিসেম্বর নিকার সভায় ওই পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়টি অনুমোদিত হয়। ২০১৮ সালের ৭ জানুয়ারি শহর এলাকাকে চূড়ান্তভাবে পৌর এলাকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply