ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত নাছির মোল্লা ও তার দুই ভাই। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নাছির মোল্লা ও তার দুভাই সংবাদ প্রকাশের বিভিন্ন বিষয় নিয়ে বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নাছির মোল্লা বলেন, কাজল বেগমের সাথে আমার ৭ বছর আগে বিবাহ হয়েছে। তার আগে কাজল বেগমের ৪ টা বিয়ে হয়। কাজলের পরিবারের সদস্যদের একাধিক বিয়ে করার ঘটনা আছে। আগের স্বামীকে তালাক দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। তার সন্তানাদি হবে না মর্মে ডাক্তার একাধিকবার আমাদের জানিয়েছে। আমাদের দাম্পত্য জীবনে কোন সন্তানাদি না থাকার কারনে আমাদের সংসারে অশান্তি বিরাজ করে। আমি আরেকটি বিয়ে করবো, আল্লাহ চাইলে সেখানে আমাদের সন্তানাদি হবে। এই কথা বলার পর থেকেই কাজল বেগম ও তার পরিবারের লোকজন আমাকে চাপে রাখে এবং বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে সে ঘরের দরজা আটকে আত্মহত্যার নাটক করে, বিষয়টি তার পরিবার কে জানালে তারা এসে কাজলকে নিয়ে যায়। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আমাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে আমি সহ পরিবারের সবাই গালি গালাজ করে এবং মিথ্যা মামলার হুমকি দেয়। তার কথার প্রতিবাদ কররে সে আহত হবার নাটক করে হাসপাতালে ভর্তি হয়। এরপর বেশ কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মুলত সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও মুখরোচক এই সংবাদ প্রকাশ করতে উৎসাহিত করেছেন কাজল বেগম ও তার পরিবার। মুল বিষয়টি হচ্ছে, কাজল বেগম কোন ভাবেই অন্তঃসত্ত্বা ছিলো না এবং তাকে কোন মারধর করা হয় নাই।
You cannot copy content of this page
Leave a Reply