আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পাট পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। উপজেলায় পেয়াজ উৎপাদন বৃদ্ধি ও আগাম উপদপাদনের জন্য ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ করা হয়।
এসময় কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দরন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন,২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৬শত কৃষকের মাঝে সার ও পেঁয়াজ বীজ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ রামকান্তপুর ইউনিয়নের ৭৫জন (কৃষাণ-কৃষাণী) প্রত্যেককে ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ১ কেজি পেঁয়াজ বীজ ও এক বান্ডিল পলি নেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলোতে ধাপে ধাপে সকল উপকরণ বিতরণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply