সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ প্রদান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার গোপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা কমিটি যাচাই বাছাই শেষে চুরান্তভাবে তাকে নির্বাচিত করে।
অনন্ত কুমার বিশ্বাস উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা পাড়া এলাকার মৃত হরিপদ বিশ্বাসের পুত্র। তিনি ১৯৯৫ সালে সহকারি শিক্ষক হিসবে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর বদলি হয়ে বিভিন্ন বিদ্যালয় ঘুরে গোপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এর আগে শিক্ষাকতা পেশায় তিনি ছোট বড় বিভিন্ন পুরস্কার পেয়েছেন। প্রাথমিকে চাকরির আগে তিনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে বেশ কিছুদিন কাজ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাবু অনন্ত কুমার বিশ্বাস তার দীর্ঘ চাকরি জীবনে কখনোই শোকেজ পান নাই। সহকর্মী ও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে সব সময়ই তার সুসম্পর্ক রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন সৃজনশীল শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করে চলেছেন। বছরে ২০ দিন ছুটি থাকলেও বিশেষ কারন ছাড়া ছুটি নেন না। সমাজে শান্তি শৃংখলা সহযোগী মনোভাব পোষণ করেন। দায়িত্ব ও কর্তব্যে নিজের সব টুকু বিলিয়ে দেন।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক, সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই অনন্ত কুমার বিশ্বাসের রয়েছে সক্রিয় অংশগ্রহন। এছাড়াও শিক্ষা মেলা, উন্নয়ন মেলাসহ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। প্রাক্তন অনেক ছাত্র-ছাত্রীর কাছে অনন্ত কুমার একজন আদর্শ শিক্ষক। জীবনের বেশিরভাগ সময়ই তিনি বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যানে ব্যয় করেছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে অনন্ত কুমার বিশ্বাস সৃস্টিকর্তাকে স্মরণ ও সকল প্রশংসা সৃষ্টিকর্তাকে জ্ঞাপন করে তিনি বলেন, আমার কাছে সবাই সেরা, কারন সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করে। নির্বাচক কমিটি, সকল সহকর্মী, অভিভাবক ও সকল প্রিয় শিক্ষার্থী সহ সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। জীবনের শেষ সময় টা যেন শিক্ষার কল্যানে ব্যয় করতে পারি এই জন্য সকলের আশির্বাদ ও সহযোগিতা চাই।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাইনুল ইসলাম বলেন, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় কর্তৃপক্ষেকে ধন্যবাদ জানাই এবং নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্যারের এই অর্জন তার পেশগত কর্মকান্ডকে আরও গতিশীল করবে। আমি সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
সালথা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ নির্বািচত হয়েছেন সবাইকে অভিনন্দন।
You cannot copy content of this page
Leave a Reply