সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের আলোচিত ঘটনা নিয়ে সমাধানের জন্য বিজ্ঞ উলামায়ে কেরামদের ডেকে নিয়ে এবং বিজ্ঞ উলামায়ে কেরাম ও ছাত্র-জনতা সমাজ কে অপমানিত করায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বরসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলাম প্রিয় তাওহিদি জনতা ও স্থানীয় উলামায়ে মাশায়েখের ব্যানারে শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়কে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, বাংলাদেশ যুব মজলিশ, সাধারণ ছাত্র জনতাসহ অন্যান্য ইসলামি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম গণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতি এবং বন্যাদুর্গতদের জন্য দোয়া করা হয়।
উপস্থিতিদের মধ্য সালথা মডেল মসজিদের ইমাম মওলানা রবিউল ইসলাম বিগত সময়ে ঘটে যাওয়া বিষয়ে নিন্দা জানিয়ে নাজমুল মাতুব্বরসহ সংশ্লিষ্টদের বিচার দাবী করেন বলেন, গত ০৯ আগষ্ট, ২০২৪ তারিখ উপজেলার মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজের বয়ানে জুমুল-নির্যাতন নিয়ে কথা বলার কারণে হাফেজ মাওলানা মুজাহিদুল হক (৩৫) নামে এক ইমামের চাকরি যাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার মাতুব্বরের আমন্ত্রণে আমরা গত ২২ আগষ্ট আসরের পর বিষয়টি নিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম বসে সমাধান করে উক্ত ইমামকে চাকরিতে পুনর্বহাল করে। সন্ধ্যায় ফেরার পথে ওলামায়ে কেরামের উপর হামলা চালায় মসজিদ কমিটির সভাপতি স্বপন মাতুব্বরের ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর। আমরা এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে হামলাকারী নাজমুল সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে না হলে উলামায়ে কেরামদের সাথা আলোচনা করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিস্তারিত জানতে অভিযুক্ত নাজমুল মাতুব্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply