সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বত্র যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই উপলক্ষে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে জামাতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বালিয়া বাজার ও আশপাশের এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় ইসলামি জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর প্রোফেসর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ওলিউজ্জামান, গট্টি ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, বল্লভদী ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সালথা উপজেলা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ এনামুল হোসেন, সাবেক সভাপতি মো. মেহেদী হাসান প্রমূখ। এছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা শাখার আমীর প্রোফেসর আবুল ফজল মুরাদ বলেন, আমরা জামাতে ইসলামীর বিভিন্ন কার্যক্রম ও পরিচিতি নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি। কোন ব্যাক্তি বা কোন হিন্দু ভাই যদি নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে তবে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিচ্ছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে প্রতিটি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমাদের প্রার্থী যদি অন্যদের চেয়ে শিক্ষিত হয়, ভদ্র ও সৎ হয় তাহলে আমাদের প্রার্থীকেই ভোট দেওয়ার অনুরোধ জানাই। আমাদের দ্বারা কোন মানুষের, কোন সরকারি স্থাপনার কোন ক্ষতি অতীতে হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এই নিশ্চিয়তা ও সবাইকে সাহস দেওয়ার জন্য আমরা লিফলেট বিতরণ করছি।
You cannot copy content of this page
Leave a Reply