সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি হাজী বাড়ির পাশে রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে একটি চক্র। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি কাটছে তারা। মাটি ভর্তি অবৈধ ট্রলি গাড়ি চলাচল করার ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ সড়ক ও জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্বরেজমিনে গিয়ে দেখা যায়, তিন ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এই চক্রের মূল হোতা এলাকার চিহ্নিত মাটির ও বেক্যু ব্যবসায়ী ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ এই কাজের বিরোধিতা করছে না। তাছাড়া কেউ থানা পুলিশ বা প্রশাসন এর কাছে কেউ অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। এর আগে বিভিন্ন সময়ে মাটি কাটার দায়ে ওবায়দুর রহমানের অর্থদণ্ড হয়েছে। এরপরও থেমে নেই ওবায়দুর রহমান। কিছু দিন পর চলে তার কার্যক্রম। এই বিষয়ে ফোন করলে তিনি বলেন, কোথাও থেকে আমি কোন অনুমতি নেই নাই। আর আমি এভাবেই কাজ করি। আগামীকাল সকালে আপনার সাথে দেখা হবে।
স্থানীয়রা জানান, ওবায়দুর চালাক ও ধুরন্ধর প্রকৃতির লোক, সে কাউকে তোয়াক্কা করে না। মাটি কাটা ভালো কাজ হলে রাতে করবে কেন, দিনে করলেই হয়। রাতে মাটি কাটার ফলে আমরা ঘুমাতে পারি না। বাচ্চারা রাতে হটাৎ হটাৎ ভয়ে চিৎকার করে উঠে। ট্রলি চলার কারনে রাস্তা ঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পুলিশ ও প্রশাসনের লোকের কাছে দ্রুত এই মাটি কাটা বন্ধের অনুরোধ জানাই।
সালথা থানা চার্জ অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয় টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব। এই বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You cannot copy content of this page
Leave a Reply