সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ভূমি সেবা সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শনিবার (৮ জুন) বেলা ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়।
৮জুন থেকে ১২ জুন ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান বালী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা সহকারী প্রোগ্রামার টিপু সুলতান, সালথা থানা পুলিশের এসআই আব্দুল বাসেত, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাবলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা জ্যাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ।
আলোচনা সভায় বক্তারা ভুমি ও ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভূমি সেবাগ্রহীতাদের জন্য ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান কপি ইত্যাদি কার্যক্রম সরাসরি প্রদানের কার্যক্রম গ্রহণ করার বলা হয়েছে বলে জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply