সালথা ফরিদপুর প্রতিনিধিঃ
একটি চাঁদাবাজি মামলায় ফরিদপুরের সালথা উপজেলার মো. লতিফ মোল্যা (৫৫) নামে এক ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩ নং আমলী আদালতের বিচারক রাইসা সরকার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। লতিফ মোল্যা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আটঘর গ্রামের মৃত ছবা মোল্যার পুত্র।
ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম ঐ ইউপি মেম্বারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ফরিদপুরের কোর্টে দায়েরকৃত একটি মামলা সিআইডিকে তদন্তের আদেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত ওই মেম্বারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে চাঁদাবাজি সহ নানা অনিয়ম তুলে লতিফ মোল্যা এবং ঐ এলাকার সংরক্ষিত মহিলা সদস্যের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা।
You cannot copy content of this page
Leave a Reply