সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে এবং ২৪ তারিখ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৬ পদে মোট ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২৫ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই ও ৯ মে প্রত্যাহার এবং আগামী ১৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সালথা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান (১টি) পদে সালথা সরকারি কলেজের প্রভাষক নরেশ চন্দ্র বিশ্বাস, মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম এবং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামচুল আলম। ভাইস চেয়ারম্যান (১টি) পদে নবকাম পল্লি কলেজের ক্রীড়া শিক্ষক অশোক কুমার বিশ্বাস ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী। সেক্রেটারি (১টি) পদে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইব্রাহিম শেখ ও সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম শরিফুল ইসলাম।
এছাড়া ট্রেজেরার (১টি) পদে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন ও কাগদি মুরাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন। ডিরেক্টর (২টি) পদে বিভাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুল্লাহ, কাগদী মুরাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিদ কুমার রায়, রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো রবিউল ইসলাম, আজলপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল্লাহ আল আজাদ, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা সমবায় বিভাগের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন বলেন, সমবায় সমিতি একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটি বদ্ধ পরিকর।
You cannot copy content of this page
Leave a Reply