নিজস্ব প্রতিবেদক ঃ মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন নাসিরাবাদ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লেগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ০৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২১:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
কোম্পানী অধিনায়ক ,লেঃ কমান্ডার,কে এম শাইখ আকতার জানান উক্ত অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো আনুমানিক ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল মাতব্বর (৪১), পিতা- মোঃ তোতা মাতব্বর, সাং- গজারিয়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply