রক্তের বি-বর্ণের ভেদাভেদ না খুজে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো শ্রেয়
সাজ্জাদ হোসেন সাজু : চরভদ্রাসন উপজেলার অন্তর্গত পুরাতন জেলখানা ঝুপড়ি বাড়িতে থাকে এই বাচ্চা ছেলেটি । গত সপ্তাহে খেলাধুলার ছলে বাড়ির বাইরে থাকাকালে একটি কুকুর তার পায়ের হাঁটুর উপরে কামড়ে দেয়। কামড়ের তীব্রতা এতই বেশি হয়ে যায় ফরিদপুর হসপিটালে নিয়ে গিয়ে পায়ের ওই অংশটা এর ১০ থেকে ১৫টা সিলাই করে নিয়ে আসতে হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন , মহান আল্লাহ তাআলার বরকত, যার ফলে চিকিৎসার মাধ্যমে ছেলেটি এখন সুস্থ আছে। নাজমুল হাসান, মিরাজুল ইসলাম , সাজ্জাদ হোসেন সাজুর সহযোগিতায় শনিবার ছেলেটির বাড়ি গিয়ে ছেলেটার অবস্থার বিষয়টি জানা হয় এবং সামান্য খাবার ছেলেটির পরিবারের কাছে তুলে দেয়া হয় ।সেই সাথে ধন্যবাদ জানানো হয় প্রবাস থেকে রশিদ ভাইকে পাশে থাকার জন্য । ছেলেটি এখন অনেকটাই সুস্থ আছে
Leave a Reply