স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান দেশের একটি গুরুত্বপূর্ন সময় অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্বে একটি চ্যালেঞ্জিং মূহর্তে অত্র থানায় যোগদান করেন। যোগদানের পরপরই তিনি নির্বাচন পূর্ববর্তীকালীন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে উল্লেখযোগ্য কোন অঘটন ছাড়াই নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সক্ষম হওয়ার কারনে সর্ব মহলে প্রশংসিত হন।
ফরিদপুর শহরের কোতয়ালী থানা হতে নিউ মার্কেট পর্যন্ত এবং বেইলি ব্রিজ ও তার আশেপাশে অবৈধ ভাবে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে যে যানজটের সৃষ্টি হয়েছিলো তা সম্পূর্ণভাবে নিরসন করার ফলে শহরটি যানজট মুক্ত হয় এবং পুনরায় সর্বমহলে প্রশংসিত হন। এ ছাড়াও ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্যুটকেস ভর্তি একটি অজ্ঞাত লাশের আলোচিত ও চাঞ্চল্যকর মামলার মুল রহস্য উদঘাটন পুর্বক মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী গ্রেপ্তার, মাদক দ্রব নিয়ন্ত্রন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরনসহ ইত্যাদি কারনে ইতিমধ্যেই সাধারন জনগনের মাঝে প্রশংসার জোয়ারে ভাসছেন।
এ প্রসংঙ্গে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে বলেন সুযোগ্য পুলিশ সুপার স্যারের সঠিক দিক নির্দেশনায় উল্লেখিত কাজগুলো যথাযথ ভাবে সম্পন্ন করতে পেরেছি। তিনি আরো বলেন সাধারন জনগনের সহায়তা পেলে ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি সাধন সম্ভব হবে। আমার দরজা সর্ব সাধারনের জন্য সবসময় উন্মক্ত বলে ওসি হাসানুজ্জামান আশস্থ করেন।
You cannot copy content of this page
Leave a Reply