সামান্য টাকার জন্য জীবন দিতে হলো গার্মেন্স শ্রমিক সজিবকে
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা গার্মেন্স শ্রমিক সজিব ভূইয়া (২১)অতিরিক্ত আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা ৮টায় সাংবাদিকদের এ তথ্য জানান আলফাডাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আাসিকুর রহমান।
তিনি বলেন, সজিবের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তাকে দেখে মনে হচ্ছিল প্রচণ্ড মারধর করা হয়েছে। এ কারণেই অতিরিক্ত আঘাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা ওই চিকিৎসকের। অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তির নিকট থেকে জানা যায়, গত ২৬(জানুয়ারী) সোমবার সজিব ভূইয়া (২১) পিতা মোঃ কামাল ভূইয়া সাং মিঠাপুর সে টুঙ্গি ওএনডি গ্রুপের একটি গার্মেন্টস ফেক্টরীতে কাজ করতেন।একই গার্মেন্টসের ডিরেক্টর অপারেশন মোঃ ইস্রাফিল তালুকদার,(৪৮) পিতা মোঃ ইউছুব তালুকদার সাং মিঠাপুর আলফাডাঙ্গা, জেলা ফরিদপুর তার নিকট থেকে ৫০০০(পাঁচ হাজার) টাকা চুরি করে নিয়ে আসে।
মোঃ ইস্রাফিল তালুকদার তাদের বাড়িতে এ ঘটনা জানালে তার ভাই ভাতিজারা পথের থেকে সজিব ভূইয়াকে তুলে নিয়ে মারপিট করে,এবং অবস্থা খারাপ দেখে তার মুখে বিষাক্ত ঔষধ ঢেলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাজিয়া বেগম সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটের সময় তাকে ভর্তি করেন। মুঠোফোনে গার্মেন্টসের ডিরেক্টর অপারেশন মোঃ ইস্রাফিল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সজিব ভূইয়া নামে কাউকে আমি চিনি না ২৯ জানুয়ারী (শুক্রবার)বিকাল ৪ঃ৩০টার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিকুর রহমান,রুগীর অবস্থা খারাপ দেখে ফরিদপুর রিফার করেন।
ফরিদপুর যাওয়ার পথে বিকাল ৫টায় বোয়ালমারী আসলে রুগীর মৃত্যু হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, সজিব ভূইয়ার লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার পরিবার মামলা দিলে নেওয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
Leave a Reply