মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার মিজানুর রহমান মিলন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। জানা গেছে আজ বুধবার দীবাগত রাত আনুমানিক ২টায় ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় জনৈক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৩৫),
পিতা-মৃত কাশেম শেখ, সাং-ফতেপুর, পোস্ট -শিবরামপুর, থানা-কোতয়ালী,জেলা-ফরিদপুর তার নিজ বসতবাড়ি সংলগ্ন গাছে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের জেরে উক্ত ব্যক্তি আত্নহত্যা করে থাকতে পারে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply