বীর মুক্তিযুদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
রুবি স্মৃতি খেলাঘর ও সেভেন স্টার ক্লাব পরবর্তী পর্বে উন্নীত
মানিক দাস : শহরের আলিপুর উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ শুক্রবারের খেলায় জয়লাভ করেছে রুবি স্মৃতি খেলাঘর একাদশ ও সেভেন স্টার ক্লাব।
এদিন মাঠে বিশেষ উপস্থিতি থেকে খেলা উপভোগ করেন উদয়ন সংঘের সহ-সভাপতি বাবলু চৌধুরী, হারুনুর রশিদ খন্দকার মুকিত হায়দার বাবলা, ধীমান চক্রবর্তী মন্টু, মাহফুজুর রহমান বিকু, সৈয়দ আলী আশরাফ পিয়ার, হাফিজুর রহমান খান।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে রুবি স্মৃতি খেলাঘর দল ১৫/৪,১৫/২ পয়েন্টে আলিপুর বয়েজ ক্লাব কে, এবং দ্বিতীয় খেলায় সেভেন স্টার ক্লাব ১৫/৫ ও ১৫/১৪ পয়েন্টে স্কাই মিডিয়া (২) দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।
Leave a Reply