মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপির যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবিসি মিতুলের সভাপতিত্বে আজ শুক্রবার বেলা ২ টায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের শহরের কমলাপুরের বাসভবনে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলা, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রন্জন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি, মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply