মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ড্যামি নির্বাচন বাতিলসহ অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর মহানগর ছাত্রদল এর উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগের সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর ছাত্রদলের সহ সভাপতি রাকিব আহমেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আলমাস আলী প্রমূখ। লিফলেট বিতরণ ও গনসংযোগকালে নেতৃবৃন্দ দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানান। তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিলসহ সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশে গ্রহনের আহবান জানান।
You cannot copy content of this page
Leave a Reply