আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভায় ঈগল পাখি মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার শুরুতে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হতে থাকে। এসময় জনসভা স্থল জনসমুদ্রে পরিনত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান সাহিদ, যুগ্ম সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মোঃ আনোয়ার হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, যুবলীগ নেতা ওয়াসিম জাফর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুুল হোসেন, ফরিদ হোসেন প্রমূখ।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, যদুুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আঃ কাইয়ুম মোল্যা, বল্লভদী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, হাবিবুর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস মোল্যা, যুবলীগ নেতা পাবেল রায়হান, গট্টি ইউপি নেতা জাহিদ হোসেন, এনায়েত হোসন চান মিয়া, ইব্রাহিম মাতুব্বর, আটঘরের ইউপি সদস্য আক্কাস আলী আক্কাস, সোনাপুরের হাসান মেম্বার, কাউছার ডাক্তার, মনির খন্দকার প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং ঈগল মার্কার হাজারও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
জনসভায় আগত বক্তারা বলেন, আমরা৷ কেউ নৌকার বিপক্ষে নই, আমরা প্রার্থীর বিপক্ষে তাই জামাল হোসেন মিয়া আমাদের প্রার্থী। এ্যাভোকেট জামাল হোসেন মিয়া আমাদের এলাকার সন্তান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আওয়ামী পরিবারের সন্তান। আগামী ৭ তারিখ ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আমরা প্রমান করে দিব বাইরের কারো স্থান সালথা নগরকান্দার মাটিতে হবে না। আপনাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে বলে দিবেন আগামী ৭ তারিখ ঈগল পাখি মার্কায় জামাল হোসেন মিয়াকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো।
এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান এই মাটির সন্তান, আমি আপনাদের সালথা নগরকান্দার জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতীক ঈগল মার্কায় ভোট চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমার প্রিয় জনগণের সামনে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন আগামী ৭তারিখে আমার ঈগল প্রতীক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের সন্তান হিসেবে কারো ভাতিজা হিসেবে কারো ভাই হিসেবে বন্ধু হিসেবে পাড়াপ্রতিবেশি হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হয়ে আপনাদের শাসক হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা সেবক হওয়ার সুযোগ দেন।
তিনি আরও বলেন, আমরা বার বার লাবু চৌধুরীর মা আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। অত্যন্ত দুঃখের বিষয় ভাগ্যের নির্মম পরিহাস লাবু চৌধুরী কে আমরা তাকে মা আমরা নির্বাচিত করেছি। আর সাজেদা চৌধুরীর অসুস্থতাকে পুঁজি করে এই কুলাঙ্গার লাবু চৌধুরী সারা নগরকান্দা সালথায় মামা বাহিনী গঠন করে আমার নিরীহ সাধারণজনগণের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আগামী ৭ তারিখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে একাত্মতা হয়ে ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সালথা নগরকান্দা থেকে ভাড়াটিয়া বিদায় করতে হবে ইনশাআল্লাহ।
You cannot copy content of this page
Leave a Reply