মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মাগুরা ১ আসন (মাগুরা সদর- শ্রীপুর) এর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আজ বুধবার ফরিদপুরের হাসিবুল হাসান লাভলু অবস্থিত আওয়ামী লীগ অফিস চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। আর তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দেবার জন্য সর্বস্তরের তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ সদর আসনে নৌকার প্রার্থী শামীম হক। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply