মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তার নির্বাচনী জনসভায় প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর শ্রমিক ঐক্য পরিষদ (২২ টি ট্রেড ইউনিয়ন ) জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির কে বিভিন্ন ধরনের হুমকি এবং ৮ জানুয়ারি দেশত্যাগ ও জেলে ঢুকানের হুমকির প্রতিবাদ উক্ত প্রতিবাদে আজ বুধবার বিকেল তিনটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় ফরিদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির ফরিদপুর আন্ত জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনা, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া, শ্রমিক ঐক্যজোটের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরু, মহিলা শ্রমিক লীগ নেত্রী তাহমিনা বেগম। প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস আলী প্রামাণিক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাধারন সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন গত ৩০ জানুয়ারি ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এ কে আজাদ ঈগল মার্কার প্রচারণায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোহাম্মদ নাছিরকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ কারো হয়। বক্তারা বলেন এ কে আজাদ এই বক্তব্যের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের গোলাম মোহাম্মদ নাছিরকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কে চ্যালেঞ্জ করেছেন । আগামী ৮ তারিখে এর জবাব দেওয়া হবে বলে সমাবেশ জানানো হয়। বক্তারা বলেন মূলত জাতীয় নির্বাচনে এ কে আজাদ নিশ্চিত পরাজয় বরণ করবেন তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে । আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে এর জবাব দেবেন। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয় ।
You cannot copy content of this page
Leave a Reply