মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি এবং খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল মহোদয়ের পরামর্শক্রমে এবং উক্ত কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদ এর ফরিদপুর শহর এলাকার বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। চলমান এই মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে, বিশেষ করে টেপা খোলা লেকপার মাছ বাজারে নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ (সম্পূর্ণ পঁচা অবস্থায়) বিক্রি করার দায়ে এবং ভাঙ্গা রাস্তার মোড়ে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে খাদ্য পণ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করার দায়ে রাষ্ট্রের প্রচলিত সংশ্লিষ্ট আইন মোতাবেক তাৎক্ষণিক অর্থ দন্ডে দন্ডিত করা হয়। প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।
একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ত্ব পালন করেন জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম । বর্তমান সময়ে ফরিদপুর জেলায় জন-জীবনে সার্বিক ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি স্বস্তিদায়ক বিরাজমানের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ধরনের মোবাইল কোর্ট যথারিতি অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply