মানিক দাস : ফরিদপুরের আলিপুরে উদয়ন সংঘ ক্লাব মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বুধবার থেকে শুরু হয়েছে। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বৈশাখ নিউজ। এ উপলক্ষে সন্ধ্যায় উদয়ন সংঘ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন নাজমুল হাসান নসরু র স্ত্রী নায়াবা সুলতানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ, বিশিষ্ট সংগীত শিল্পী পাগলা বাবলু খান, টুর্নামেন্ট কমিটির সদস্য নাইমুল ইসলাম রক্তিম, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ আলী আশরাফ পিয়ার ।অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বাসিন্দা ওবায়দুর রহমান খানের স্ত্রীর মৃত্যুতে এক মিনিট নীরবতা করা হয়। সভায় বক্তারা মরহুম নাজমুল হাসান নজরুল জীবন ও কর্ম ধরে বিস্তারিত আলোচনা করেন। এরপর প্রতিযোগিতার প্রথম দিনে একটি খেলা অনুষ্ঠিত হয় এতে শেখ ফজলুল হক স্মৃতি একাদশ ২/০ সেটে মন্ডল মেশিনারিজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার আরো দুটি খেলা অনুষ্ঠিত হবে।
You cannot copy content of this page
Leave a Reply